
বাসে জানালার পাশে বসে ফোনে কথা বলছিলেন এক ব্যক্তি। আর তখনই ছিনতাইকারী ছোঁ মেরে মোবাইল নিয়ে দৌড়—এমন ঘটনা নিয়মিতই ঘটে ঢাকায়। তবে এবার আর ছিনতাইকারীর রক্ষা হলো না।
মিরপুর-১ নম্বর এলাকায় বাসে বসে কথা বলছিলেন এক ব্যক্তি।
অমনি ছিনতাইকারী মৌবাইল টান মেরে দৌড় দেয়। এই দৃশ্য চোখে পড়ে ট্রাফিক সার্জেন্ট নূরনবী ইসলামের। তিনি দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে ওই ফোন মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয় ও ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ। তারা বিষয়টি জানিয়ে বলছে, ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর-১ সংলগ্ন সড়ক ও জনপদ পয়েন্টে দায়িত্ব পালনরত অবস্থায় সার্জেন্ট নূরনবী ইসলাম দেখতে পান যে, বাসযাত্রীর কাছে থেকে একজন ছিনতাইকারী জানালা দিয়ে মোবাইল টান মেরে পালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সার্জেন্ট নূরনবী ইসলাম তাকে ধাওয়া করেন, ছিনতাইকারী বাসে উঠে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট নূরনবী ইসলাম তাকে ধরে ফেলেন। মালিকের নিকট স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোনটি ফেরত দেন এবং ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
এই সাহসিকতার জন্য প্রশংসা পেয়েছেন নূরনবী। মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস সার্জেন্ট নূরনবী ইসলাম এর সাহসিকতার প্রশংসা করেন এবং এমন সাহসী ও জনসেবামূকল কাজে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের এগিয়ে আসতে আহ্বান জানান।
ডিআই/এসকে