
রাজশাহীর তানোরে ১নং কলমা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। (২২মে) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দরগাডাঙ্গা বাজারে ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে ইউপি বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সর্ব সম্মতি ক্রমে আবল কালাম আজাদকে আহ্বায়ক এবং মুকুল ইসলামকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট ১নং কলমা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় উপস্থিত থেকে আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন তানোর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দীন (মিঠু) ও যুগা আহ্বায়ক বিএম আহম্মেদ এবং সদস্য সচিব মোতালেব হোসেন। এসময় তানোর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উক্ত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।
দলীয় সুত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ২০২৫ ইং তারিখ তানোর উপজেলা কৃষকদল আহবায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত জরুরী সভায় তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভার কৃষকদলের আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই প্রেক্ষিতে কলমা ইউপির কৃষকদলের পূর্বের কমিটি নিষ্ক্রিয়তার কারণে এবং কলমা ইউনিয়ন কৃষকদলকে শক্তিশালী করতে এই আহবায়ক কমিটি গঠন করা হয়। ধারাবাহিক ভাবে তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভা কৃষকদলের আহবায়ক কমিটি গঠনের পর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।