
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহজেই জমির মালিকদের ভূমির সেবা প্রদানের মধ্য দিয়ে পাঁচবিবিতে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ সমাপ্ত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি অফিস প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। তিনি বলেন,সারাদেশের ন্যায় পাঁচবিবিতেও ভূমি সেবা সপ্তাহ মেলা উদযাপনের মাধ্যমে মানুষের মাঝে আমরা ভূমি সেবাকে সহজ করে দিতে চাই।আর কোন হয়রানী নয়,দালালের খপ্পরে পড়া নয়।এজন্য আপনাদেরকে সচেতন হতে হবে। এখন প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে অনলাইনে ভূমি সেবা প্রদান করা হচ্ছে। আপনারা ঘরে বসেই ভূমি সেবার সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। উপজেলা প্রশাসন সহ ভূমি অফিসের সেবকরা সব সময় আপনাদের পাশে আছে।
সেবা গৃহীতা দরগাপাড়া গ্রামের আবু নাছের ও বালিঘাটা গ্রামের নুরুল ইসলাম বলেন, ভূমি অফিস থেকে ফোন করে ডেকে নিয়ে এসে আমাদের জমির খাজনা খারিজ কোন হয়রানি ছাড়াই বিনে পয়সায় করে দেয়া হলো। যা এর আগে আমরা কোনদিন পাইনি।ভূমি অফিসের এ সেবায় আমরা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বক্কার সিদ্দিক, ভূমি অফিসের প্রধান সহকারি কোরবান আলী,নাজির মেহেদী হাসান,কম্পিউটার অপারেটর আ.ন.ম আরিফুল হক ও বালিঘাটা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জাহানুর ইসলাম প্রমুখ। শেষে ভূমি মালিকদের খাজনা,খারিজ, নামজারি বিষয়ে গণশুনানির পর সম্পূর্ণ হওয়া খাজনা আদায়ের রশিদ জমির মালিকদের হাতে প্রদান করেন ভূমি কর্মকর্তা।