
“আমরা বিশ্বাস করি, কৃষক যদি বেঁচে থাকে, কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি হাসে, তাহলে বাংলাদেশ হাসবে” এসব কথা বলেছেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন। মঙ্গলবার (২৭মে) দুপুরে শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তেরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এর সঞ্চালনায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুনায়েদ আহম্মেদ প্রিন্স, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রাজিব সাহা, সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঝিনাইগাতীতে খরিপ/২০২৪-২৫অর্থ বছরে (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫কেজি ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার প্রদান করা হয়।