ঢাকা, বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঠাকুরগাঁও অন্ত:সত্তা হয়েছে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদরাসা ছাত্রী
লক্ষ্মীপুরে বিএনপির সভাপতি প্রার্থী আ’লীগ নেতা
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা’র মর্মান্তিক মৃত্যু
পলাশবাড়ীতে উম্মুক্ত দরে মাঠের হাট ইজারা পেলো রবিউল ইসলাম লিয়াকত
ঘোড়ায় হালচাষে ব্যতিক্রমী চাষী সাত্তার
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা,লাশ ফেলল পুকুরে
ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ র্কমশালা অনুষ্ঠিত
নওগাঁয় মিডিয়া কাপ ফুটবল মাঠে প্রিন্টের আধিপত্য, হার ইলেক্ট্রনিক মিডিয়ার
মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক ৩
মোরেলগঞ্জে বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি সেনের বাজার জোনাল অফিসের ডিজিএম আবু বকর সিদ্দিককে বিদায় সংবর্ধনা
রাজাপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালা
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে অর্ধশত চোরাই মোবাইলসহ দুজন গ্রেফতার
নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

ময়মনসিংহে জীবাশ্ম জ্বালানী খাতে জাপানি মেগাব্যাংক এসএমবিসি’র অর্থায়নের বিরুদ্ধে প্রতিবাদী ক্যাম্পেইন

ময়মনসিংহে পরিবেশ সংগঠন অন্যচিত্র ফাউন্ডেশন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) যৌথভাবে মঙ্গলবার (২৭ মে) একটি কর্মসূচি অনুষ্ঠিত করে জাপানের মেগাব্যাংক সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি)-র বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তারা অভিযোগ করেন, এসএমবিসি বাংলাদেশের জলবায়ু ও জ্বালানি সংকটকে বাড়িয়ে তুলছে।

ক্লিন সম্প্রতি প্রকাশিত “SMBC in Bangladesh: Financing Dirty Energy | Scrapping Our Future” প্রতিবেদন তুলে ধরে, এসএমবিসি ২৩৮.৭১ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে কয়লা, এলএনজি এবং এইচএফও বিদ্যুৎকেন্দ্রসহ ৫০০ এমএমসিএফডি এলএনজি টার্মিনালের মতো জীবাশ্ম জ্বালানি প্রকল্পগুলোতে অর্থায়ন করেছে। এতে মোট ২,২১৮ মেগাওয়াট ক্ষমতা সৃষ্টি হয়েছে। উল্লেখযোগ্য যে, এসএমবিসি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে এক পয়সাও বিনিয়োগ করেনি।

বিডব্লিউজিইডি’র সদস্য সচিব হাসান মেহেদী বলেন, এসএমবিসি-সমর্থিত প্রকল্পগুলো সরকারের উপর দীর্ঘমেয়াদী আর্থিক বোঝা সৃষ্টি করেছে, যার ফলে স্ট্র্যান্ডেড অ্যাসেট তৈরি হয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি ঘটেছে। মাত্র ছয় বছরে সামিট এলএনজি টার্মিনাল এবং গাজীপুর-২ বিদ্যুৎকেন্দ্র সরকারকে ৬,৩৫৫ কোটি টাকা (৬৫৪ মিলিয়ন ডলার) ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। চলমান চুক্তি অনুযায়ী, এই প্রকল্পগুলো শেষ হলে সরকারের ২০,১২৯ কোটি টাকা (১.৮৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ উঠে যাবে, অথচ নির্ভরযোগ্য বা টেকসই জ্বালানি সরবরাহ সম্ভব হবে না।

অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, “এসএমবিসির জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন শুধু জলবায়ু সংকট বাড়াচ্ছে না, দেশের অর্থনীতি ও জনগণের উপরও ভারী বোঝা সৃষ্টি করছে। এসএমবিসিকে এখনই নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও টেকসই শক্তি ভবিষ্যতের জন্য কাজ করতে হবে।”
ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপম্যান্ট এর সদস্য ইমন সরকার উল্লেখ করেন, এসএমবিসি বাংলাদেশে কোনো শাখা না থাকলেও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র, সামিট এলএনজি টার্মিনাল, গাজীপুর-২ এইচএফও বিদ্যুৎকেন্দ্র ও মেঘনাঘাট এলএনজি বিদ্যুৎকেন্দ্রসহ ব্যয়বহুল জীবাশ্ম প্রকল্পগুলোর জন্য অর্থায়ন করেছে, যা দেশের জলবায়ু ও অর্থনীতিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে। এই প্রকল্পগুলো কম বিদ্যুৎ উৎপাদন করছে এবং প্রতি বছর লক্ষ লক্ষ টন কার্বন নিঃসরণ করছে।

কর্মসূচি শেষ হয়ে সংগঠনগুলো এসএমবিসির অর্থায়ন জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তিতে পুনর্নির্দেশ করার দাবি জানান। অনুষ্ঠানটিতে আরও অংশ নিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যদের মধ্যে মামুন মিয়া, কথা আক্তার, ফারহানা মিলি, মোস্তাফিজুর রহমান, কমল সরকার, রাকিবুল হাসান, নার্গিস আক্তার, জিৎ সরকার প্রমুখ।

শেয়ার করুনঃ