ঢাকা, বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঠাকুরগাঁও অন্ত:সত্তা হয়েছে ৬ষ্ঠ শ্রেণীর এক মাদরাসা ছাত্রী
লক্ষ্মীপুরে বিএনপির সভাপতি প্রার্থী আ’লীগ নেতা
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা’র মর্মান্তিক মৃত্যু
পলাশবাড়ীতে উম্মুক্ত দরে মাঠের হাট ইজারা পেলো রবিউল ইসলাম লিয়াকত
ঘোড়ায় হালচাষে ব্যতিক্রমী চাষী সাত্তার
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীকে জবাই করে হত্যা,লাশ ফেলল পুকুরে
ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ র্কমশালা অনুষ্ঠিত
নওগাঁয় মিডিয়া কাপ ফুটবল মাঠে প্রিন্টের আধিপত্য, হার ইলেক্ট্রনিক মিডিয়ার
মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনায় আটক ৩
মোরেলগঞ্জে বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি সেনের বাজার জোনাল অফিসের ডিজিএম আবু বকর সিদ্দিককে বিদায় সংবর্ধনা
রাজাপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মশালা
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে অর্ধশত চোরাই মোবাইলসহ দুজন গ্রেফতার
নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

কালীগঞ্জে ব্র্যাক শিখা প্রকল্পের উপজেলা ওরিয়েন্টেশন সভা

গাজীপুরের কালীগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ব্র্যাক শিখা প্রকল্পের উদ্যোগে মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক কর্মসূচীর উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই জান্নাত এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম। ব্র্যাক শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।
সভায় ব্র্যাক শিখা টেকনিক্যাল ম্যানেজার জেন্ডার জাস্টিস ডাইভারসিটি হামিদা আহসান শিখা প্রকল্পের প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত শিখা প্রকল্পটি চার বছর মেয়াদি। যা চলতি বছরের ফেব্রæয়ারিতে শুরু হয়েছে আগামী ২০২৯ইং সনের জানুয়ারি মাস পর্যন্ত চলবে। শিখা প্রকল্পটি গাজীপুর জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যাবস্থা, আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করবে।
ব্র্যাক শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান বলেন, শিখা প্রকল্প গাজীপুর জেলায় লিঙ্গ ভিত্তিক সহিংসতারোধ, পাবলিক স্পেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্ম, বিশেষ করে নারী ও মেয়েদের জন্য যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা শক্তিশালী করতে ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করবে। শিখা প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিয়ে বুলিং ও রিপোটিং এন্ড রেসপন্ডিং এ সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়কে নির্যাতন মুক্ত, নিরাপদ কর্মস্থল তৈরিতে কাজ করবেন।
সভায় মুক্ত আলোচনা পর্বে শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে ছাত্র-ছাত্রীদের চলার পথে ঝুঁকি ম্যাপ তৈরি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার করার বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ব্র্যাক ও বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এ সময় শিখা প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মোহাম্মদ আরিফ রাব্বানী, কমিউনিটি ভলান্টিয়ার খায়রুন নাহার সহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ