
গাজীপুরের কালীগঞ্জে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ব্র্যাক শিখা প্রকল্পের উদ্যোগে মাধ্যমিক স্কুলে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক কর্মসূচীর উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই জান্নাত এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম। ব্র্যাক শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।
সভায় ব্র্যাক শিখা টেকনিক্যাল ম্যানেজার জেন্ডার জাস্টিস ডাইভারসিটি হামিদা আহসান শিখা প্রকল্পের প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত শিখা প্রকল্পটি চার বছর মেয়াদি। যা চলতি বছরের ফেব্রæয়ারিতে শুরু হয়েছে আগামী ২০২৯ইং সনের জানুয়ারি মাস পর্যন্ত চলবে। শিখা প্রকল্পটি গাজীপুর জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যাবস্থা, আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করবে।
ব্র্যাক শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমান বলেন, শিখা প্রকল্প গাজীপুর জেলায় লিঙ্গ ভিত্তিক সহিংসতারোধ, পাবলিক স্পেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্ম, বিশেষ করে নারী ও মেয়েদের জন্য যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা শক্তিশালী করতে ৫৫টি মাধ্যমিক বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করবে। শিখা প্রকল্প শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিয়ে বুলিং ও রিপোটিং এন্ড রেসপন্ডিং এ সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়কে নির্যাতন মুক্ত, নিরাপদ কর্মস্থল তৈরিতে কাজ করবেন।
সভায় মুক্ত আলোচনা পর্বে শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে ছাত্র-ছাত্রীদের চলার পথে ঝুঁকি ম্যাপ তৈরি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম জোরদার করার বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ব্র্যাক ও বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এ সময় শিখা প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মোহাম্মদ আরিফ রাব্বানী, কমিউনিটি ভলান্টিয়ার খায়রুন নাহার সহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।