
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:নীলফামারীর জলঢাকায় চেয়ারম্যান কর্তৃক লাঞ্ছিত ইউপি সদস্য, তিন ইউপি সদস্যের রেজুলেশনে স্বাক্ষর ছাড়াই ভিজিএফ এর চাল বিতরনে অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জামানের বিরুদ্ধে। জানা গেছে, শৌলমারী ইউনিয়ন পরিষদে সরকারিভাবে ওই ইউনিয়নের
হতদরিদ্র সুবিধাভোগীদের জন্য ৩ হাজার ৭ শত ৭৭ টি পরিবারের মাঝে প্রতি জনকে ১০ কেজিকরে চাল দেওয়ার কথা থাকলেও তিন ইউপি সদস্যদের না জানিয়ে চাল বিতরন করছেন ইউপি চেয়ারম্যান বলে জানান বঞ্চিত ইউপি সদস্য রশিদুল ইসলাম, রেজাউল হক ও কাজী ফেমাস। এ ঘটনাকে কেন্দ্র করে তিন ইউপি সদস্যকে অবগত না করে এবং রেজুলুশনে তিন ইউপি সদস্যের স্বাক্ষর না নিয়ে ইউনিয়ন পরিষদে চাল বিতরন চলাকালীন ইউপি চেয়ারম্যানের সাথে ইউপি সদস্যদের বাকবিতন্ডের এক পর্যায়ে চেয়ারম্যান ও তার লোকজন কর্তৃক লাঞ্চিত হয় ইউপি সদস্য রশিদুল ইসলাম। এ ব্যাপারে ইউপি সদস্য রশিদুল ইসলাম
জানান,আমি শৌলমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমাকে এবং আরও দুইজন ইউপি সদস্যকে না জানিয়ে চাল বিতরনসহ পরিষদের বিভিন্ন কাজ আসছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।