
ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিকের উপস্থিতিতে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হলো বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও কল্যাণ সভা।
সোমবার(২৬ মে ) সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ডিআইজি ঢাকা রেঞ্জ।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন তিনি।
পরে তিনি মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।
এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং ফোর্স সদস্যরা তাদের সামষ্টিক সমস্যা ও মতামত উপস্থাপন করেন।
এসময় ডিআইজি মনোযোগসহকারে সেসব সমস্যা শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
সভায় মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডিআই /এসকে