হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধিঃ
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বিজ সমিতির ৪০০ জন উপকার ভোগীদের মধ্যে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ মে ) সকালে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ শাখার আওতায় উপকারভোগীদের মধ্যে এই গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনের সাব জোনাল ম্যানেজার বকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ এর সিনিয়র সহকারী পরিচালক মতিউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ এনজিও কৃষি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান,একাউন্ট অফিসার সাথী আক্তার কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার মাহামুদ হাসানসহ অত্র শাখার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাঁদের বক্তব্যে পুষ্টি চাহিদা পূরণে বসত ভিটায় সবজি চাষের গুরুত্ব উপকার ভোগীদের মধ্যে তুলে ধরেন।