
ট্রাফিক মিরপুর বিভাগের ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন ট্রাফিক সহায়তাকারী গ্রুপ (TAG) সদস্যরা। তীব্র গরমেও নিরলসভাবে কাজ করে যাওয়া এই স্বেচ্ছাসেবকদের উৎসাহ দিতে আজ রবিবার (২৫ মে ) ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি গৌতম কুমার বিশ্বাস নিজ হাতে TAG সদস্যদের মাঝে ক্যাপ বিতরণ করেন।
এই উদ্যোগের মাধ্যমে দায়িত্বরত সদস্যদের কিছুটা স্বস্তি প্রদান এবং তাদের অব্যাহত পরিশ্রমকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ট্রাফিক মিরপুর বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডিসি (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস বলেন, “TAG সদস্যরা স্বেচ্ছাশ্রমে ট্রাফিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের প্রতি আমাদের সম্মান এবং কৃতজ্ঞতা জানাতেই এ ক্ষুদ্র প্রচেষ্টা।”
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ডিআই/এসকে