
আমতলী (বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে বখাটেদের হামলায় এক শিক্ষক আহত হয়েছেন। এঘটনায় রবিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২মে) সকালে। মামলা সূত্রে জানা যায় কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী স্কুল শিক্ষক মো. ইমরুল হাসান (৩০) স্কুলের উদ্দেশ্যে বাড়ী থেকে বে হয়ে কিছু দুরে আসার পরই বখাটে মো. শাওন (২০) পিতা মো. মহারাজ, মো. পাবেল(১৯) পিতা আ. সালাম মীরা,মো. রাজিব (২০) পিতা বশির তালুকদার, মো. শাহরিয়া (২০) পিতা নিজাম কাজী, মো. ইমরান (১৯) পিতা লতিপ প্যাদা, মো. অনিক পিতা মো. ইসমাইল স্কুল শিক্ষক মো.ইমরুল হাসানের পথরোধ করিয়া মটরসাইকেল থামাইয়া তাহার সাথে অনার্থক তর্কের সৃষ্টি করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বখাটেরা শিক্ষক মো. ইমরুল হাসান কে কিল ঘুষি চর থাপ্পর মারিয়া মারাত্বক ফুলা জখম করে এবং তার সাথে থাকা মোটর সাইকেলটি পাকা রাস্তার উপরে ফালাইয়া দিয়া বাশের লাঠি, লোহার পাইপ দিয়া পিটাইয়া ভাঙ্গিয়াফেলে এসময় বখাটেরা স্কুল শিক্ষকের গলায় থানাকা স্বর্নের চেইন স্বর্নংলংকার পকেটে থাকানগদ টাকা জোরকরে নিয়ে যায় এ ঘটনায় রবিবার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক গাজী মো. গোলাম ফারুক বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ।এ ব্যাপারে অভিযুক্তরা কোন কথা বলবেনো বলে মুঠেফোনে জানান। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে.আসামীদের বিরুদ্ধে আমতলী থানাকে এজাহার গ্রহনের নির্দেশ দেন।