
‘ভোলায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।
রবিবার(২৫ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড প্রত্যন্ত উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিবছর মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ও জাটকা নিধন অভিযান উপলক্ষ্যে নিয়মিত টহল ও অভিযানের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় আজ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে “তারুণ্যের উৎসব ২০২৫ শীর্ষক মৎস্য সংরক্ষণ কর্মশালা, বর্ণাঢ্য র্যালি, লিফলেট বিতরণ এবং জেলেদের মৎস্য আহরণ সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরও জানান, অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। উক্ত জনসচেতনতামূলক কার্যক্রম সমূহে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে