
খাইরুল ইসলাম মুন্না (বেতাগী) বরগুনা প্রতিনিধি:”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”– এই স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।বরিবার (২৫ মে) সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ভূমি সংক্রান্ত সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধে জনগণকে উৎসাহিত করতে বরগুনার বেতাগী পৌর শহরে ভূমি মেলা ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই র্যালিতে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. বশির গাজী, বিশেষ অতিথি বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ সমর বেপারী, অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান, পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না।এ ছাড়া এসময় উপজেলা প্রশাসন ভূমি মেলায় উপস্থিত ছিলন সুশীল সমাজের নেতৃবৃন্দ। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ।এতে ভূমি মালিকদের সময়মতো কর পরিশোধ ও সঠিক দলিল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।উপজেলা প্রশাসন জানায়, এই র্যালির মাধ্যমে শুরু হলো বেতাগীতে আয়োজিত ভূমি মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক কার্যক্রম। মেলায় নাগরিকদের জন্য ই-নামজারি, খতিয়ান ও ম্যাপ সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবাসমূহ সরাসরি প্রদান করা হবে।