
স্টাফ রিপোর্টার : বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল ঈদগাহ্ মাঠে ২৪ মে ২০২৫, শনিবার দুপুরে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠিত হলো “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার” শীর্ষক সমাবেশ।এই সমাবেশ যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশস্থল পরিণত হয় তরুণদের এক মিলনমেলায়। রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও তরুণদের মতপ্রকাশের স্বাধীনতা আদায়ের প্রত্যয়ে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
প্রধান বক্তা ছিলেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানি।
সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিব মাহাম্মদ।
বক্তারা বলেন, “বর্তমানে দেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তরুণদের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধারে তারুণ্যই প্রধান শক্তি।”
সমাবেশে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে যোগ দেন। তাদের উপস্থিতি সমাবেশে নতুন উদ্দীপনা যোগ করে।