
চন্দন ভট্টাচার্য্য, রূপসা(খুলনা) প্রতিনিধিঃ রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২৫ মে রবিবার সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী।উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, রুপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, রুপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহম্মেদ শহীদ,জামায়াতে ইসলামী নেতা জাহাঙ্গীর ফকির,শিক্ষক সজীব মহলী, নৃপেন্দ্রনাথ রায়, মিল্টন বিশ্বাস,কবি নাসিমা রহমান শিউলি,ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন প্রমূখ।