
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম আদালত বিষয়ক র্কমদক্ষতা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন পরিষদের সকলসদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষন শুরুহয়েছে। শনিবার ২৪মে সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায়’বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় র্পযায়) প্রকল্পের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।উপজেলা র্নিবাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও গ্রাম আদালতের উপজেলা কো-র্অডিনেটর
আব্দুল হাদী সঞ্চালনায় প্রশিক্ষণের উদ্বোধন করেন র্কোস পরিচালক স্থানীয় সরকার বিভাগ দিনাজপুরের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন।অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, উপজেলা মহিলা বিষয়ক র্কমর্কতা নিরঞ্জন কুমার প্রমূখ। বক্তব্য রাখেন, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।