
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ স্লোগানে ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে কুমিল্লার হোমনায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছেরের সভাতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, কানুনগো মো. ছিদ্দিকুর রহমান, নাজির মোহাম্মদ আবদুল হাকিম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হেলাল উদ্দিন আশ্রাফী প্রমুখ।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, আগামী ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে অনলাইন ভূমিসেবা গ্রহণ ও ভূমি উন্নয়ন কর প্রদান সম্পার্কিত বই ও লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা প্রদানের জন্য মেলায় স্টল স্থাপন করা হয়েছে।