
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গত কয়েকদিন থেকে দশানী নদীর তীব্র ভাঙন সৃষ্টি হয়। ভাঙন রোধে সরকারি কোন কার্যকরী পদক্ষেপ না থাকায় নদী ভাঙনরোধ ও প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) দুপুরে মেরুরচর ইউনিয়নের মন্দি পাড়া এলাকাবাসীর উদ্যোগে আইরমারী মন্দি পাড়া নদীর পাড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সমুন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা’দ আহমেদ রাজু, সুন্দর আলী, ইমরান নাজির।বক্তারা দশানী নদীর তীব্র ভাঙনের কবল থেকে মেরুরচর ইউনিয়নের মন্দিপাড়া, ঘুঘরাকান্দি, খাপড়া পাড়া, উজান কলকিহারা গ্রামকে রক্ষা করতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।উল্লেখ্য গত এক সপ্তাহ ধরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন ও সাধুরপাড়া ইউনিয়নে দশানী নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়। তীব্র ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যে অর্ধশত ঘর বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন রোধে কোন ব্যবস্থা না নেওয়ায় এনিয়ে চরম হতাশা দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে।