দবিরুল ইসলাম পাঁচবিবি (জযপুরহাট) প্রতিনিধি:নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেলার শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। পরে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে জনসচেতনতামূলক এক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা ভূমি অফিসের সিনিয়র নাজির কোরবান আলী, নাজির মেহেদী হাসান, বালিঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহান নুর ইসলাম, কুসুম্বা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জি এম গোলাম আজম, আওলাই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এম এম হান্নান, আটাপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহসিনা আকতার, মোহাম্মদপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তারিকুল ইসলাম, ধরঞ্জী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রেজা আরেফীন, বাগজানা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ হিস সায়াদ ও আয়মারসুলপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শামসুল ইসলাম প্রমুখ।এর আগে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় থেকে একটি র্যালী উপজেলা চত্ত্বর প্রদিক্ষণ করে।,এছাড়াও ভূমি মালিকদের খারিজ, নামজারি বিষয়ে গণশুনানি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।