
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।
ফারুক মিয়া (৫০) নামে ঐ ব্যক্তির লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ ২ ঘাতককে গ্রেফতার করে পুলিশ। শনিবার(২৪ মে) পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল বহরা ইউপি’র রসুলপুর গ্রামের নজির আহমেদের ছেলে মোহাম্মদ আলী ওরফে রুবেল (৩২) ও বুল্লা ইউপির বুল্লা গ্রামের মৃত মতিলাল কর্মকারের ছেলে বিধান কর্মকার(৩৫) ।
উল্লেখ্য, গত ১৩ মে বহরা ইউপির আফজলপুর গ্রামের ফারুক মিয়া পার্শ্ববর্তী মনতলা রেল স্টেশন বাজারে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন । শুক্রবার(২৩ মে) মনতলা স্টেশন বাজারের কাছে অপরূপা বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ঝোপের মধ্যে বাশ ঝাড়ে কোমরের উপরের অংশ কঙ্কাল এবং কোমরের নিচ অংশ প্রায় গলে যাওয়া একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, মূলত পাওনা টাকার জেরেই ফারুক মিয়াকে হত্যা করা হয়েছে । তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায় নি।