
কুড়িগ্রামের রাজারহাট হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
বুধবার (৬ডিসেম্বর) সকাল ১০টায় রাজারহাট উপজেলা প্রশাসন ঠাটমারী বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পূস্পমাল্য অর্পণ করেন। পরে শহীদদের স্থৃতি চারণ করে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। পরে শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রক্তক্ষয়ী যুদ্ধের দীর্ঘপথ পাড়ি দিয়ে বীর মুক্তিযোদ্ধারা বিগ্রেডিয়ার যোশীর নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনীর ৬ষ্ঠ মাউন্টেড ডিভিশনের সহযোগীতায় পাকবাহিনীর উপর পাল্টা আক্রমন চালিয়ে ৬ ডিসেম্বর রাজারহাট মুক্ত করে।