
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৯নং মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামে অবৈধভাবে পরিচালিত ‘সিয়াম ব্রিকস’ নামের একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৪ মে-২০২৫) বেলা সাড়ে ১২টায় পরিচালিত এ অভিযানে ভাটার লিজ মালিক আব্দুর সবুরকে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে আটক করা হয়।তিনি গণপতি গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে।
অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের (মেজর) সুস্মিত শোভন দাস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়াও অভিযানে স্থানীয় সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।দীর্ঘদিন ধরে ইটভাটাটি কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। এতে পরিবেশ বিধিমালা লঙ্ঘনের পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং ইট তৈরির কাজে ব্যবহৃত একটি জেনারেটর মেশিন জব্দ করা হয়।
পরবর্তীতে অভিযুক্ত লিজ মালিক আব্দুর সবুরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একটি মুচলেকা নেওয়ার পর তাকে মুক্তি প্রদান করা হয়।
প্রশাসনের এ ধরনের পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে সন্তোষ বিরাজ করছে এবং পরিবেশবান্ধব আইন বাস্তবায়নে আরও কঠোর ভূমিকা পালনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।