নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জনঅধিকার পার্টি লক্ষীপুর, শরিয়তপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জ এবং কুমিল্লা ও খুলনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট। এরআগে বুধবার রাতে পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট ও মহাসচিব (সাংগঠনিক) তৌহিদুল ইসলামের স্বাক্ষরিত এই ৬ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জনঅধিকার পার্টি লক্ষীপুর জেলায় ২২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান ও সদস্য সচিব মো. রেদওয়ানুল ইসলাম। বাংলাদেশ জনঅধিকার পার্টি শরিয়তপুর জেলায় ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. কাওছার মাহামুদ ও সদস্য সচিব মো. আল-আমিন। বাংলাদেশ জনঅধিকার পার্টি কুমিল্লা জেলায় ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার তারেক মিয়াজী ও সদস্য সচিব মো. ওমর ফারুক। বাংলাদেশ জনঅধিকার পার্টি নারায়নগঞ্জ জেলায় ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক তাসিন মির্জা ও সদস্য সচিব মো. ইব্রাহিম।
এদিকে, বাংলাদেশ জনঅধিকার পার্টি কুমিল্লা মহানগরে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবু হেনা ও সদস্য সচিব ফয়সাল আহমেদ রবিন এবং বাংলাদেশ জনঅধিকার পার্টি খুলনা মহানগরে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহ্বায়ক আনাস সাদিক অনি ও সদস্য সচিব সৌরভ শোখ।
বাংলাদেশ জনঅধিকার পার্টি ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে গড়ে উঠা তরুণদের রাজনৈতিক দল। যারা মুলত জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের সামনের সারির যোদ্ধা।
বাংলাদেশ জনঅধিকার পার্টি পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট বলেন, আমরা সংগঠনের পরিধি বৃদ্ধি ও তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক বন্দবস্তের লক্ষ্যে সারাদেশের জেলা ও উপজেলায় কমিটি গঠনের মাধ্যমে কাজ করছি। আমরা আগামী নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক গুণগত পরিবর্তনের লক্ষ্যে সারাদেশে ত্যাগী ও দেশপ্রেমিক তরুণ সদস্যদের নিয়ে জেলা উপজেলা কমিটির অনুমোদন দিচ্ছি।