
জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে অদ্য ১৭.১০.২০২৩ ইং সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় জীবননগর থানাধীন বাঁকা গ্রামস্থ আওয়াল ব্রিকস ফিল্ড এর পিছনে জনৈক হাজী বাশারের ড্রাগন বাগানের সামনে পাকা রাস্তার উপর হইতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার তেতুলিয়া মাঠপাড়ার মেহের আলীর ছেলে আব্দুল হামিদ মন্ডল (২৬) কে ০৮ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ।