
ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ বাক্য পাঠ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শাহ মোঃ আমিনুল ইসলামকে সভাপতি ও মোঃ খবির উদ্দিন কে সাধারণ সম্পাদক করে নবগঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (২৪ মে) সকাল ১০টায় শহরের পুনশ্ট কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর, পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।
নির্বাচিত হলেন সভাপতি শাহ মোঃ আমিনুল ইসলাম প্রতিক চেয়ার, মোঃ আলকাছ মিয়া সিনিয়র সহ-সভাপতি মাইক্রোবাস,
মোঃ দিদারুল আলম সহ-সভাপতি (১) গোলাপফুল,আবু তালেব সহ-সভাপতি (২) টেলিফোন,
সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দীন আনারস,
জুবায়ের নূরযুগ্ম সাধারণ সম্পাদক মাছ,
মোঃ রাজু সাংগঠনিক সম্পাদক হরিণ, মোঃ সুমন মিয়া দপ্তর সম্পাদক বই,মোঃ সাইফুল ইসলাম অর্থ সম্পাদক কাঠাল,আমিন উদ্দিন রুবেল ভূইয়া প্রচার সম্পাদক মোমবাতি, সোহেল মিয়াআইন বিষয়ক সম্পাদক উড়োজাহাজ, রাসেল ক্রীড়া সম্পাদক ফুটবল,
এখলাছ মিয়া ধর্ম বিষয়ক সম্পাদক টুপি, নির্বাচিত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম ভূঁইয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা ও সর্বসমতি কমের শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ ফরহাদ সরকার সদস্য সচিব নির্বাচন কমিশনার, ব্রাহ্মণবাড়িয়া জেলা মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। পরে অতিথিরা ফুল দিয়ে বরণ করে নির্বাচিত নেতৃবৃন্দকে দ্বিতীয় ধাপে সনদ ও সম্মাননা ক্যাচ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সৈয়দ এমরানুর রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীমউদ্দীন রিপন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক ইস্টার্ন মিডিয়ার প্রকাশক ও সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল,ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা প্রমুখ।
বক্তারা নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে শ্রমিকদের স্বার্থে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাইক্রোবাস শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অধিকার নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, “বর্তমানে মাইক্রোবাস শ্রমিকদের জন্য কোনো নির্দিষ্ট বসার স্থান নেই। যদি একটি স্থান নির্ধারিত করা হয়, তাহলে শ্রমিকদের পেশাগত দায়িত্ব পালনে তা সহায়ক হবে।”
অনুষ্ঠানে কমিটির বর্তমান সদস্য ও দায়িত্বপ্রাপ্তদের তালিকাও প্রকাশ করা হয়। নতুন কমিটি জেলার মাইক্রোবাস শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কাঠামো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ করে।