ঢাকা, রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মাধবপুরে হত্যার ১০ দিন পর লাশ উদ্ধার : গ্রেপ্তার ২
রৌমারীতে ৫২ পিস ইয়াবাসহ আটক ১
মিরসরাইয়ে অনির্বাণ যুব ক্লাবের বাল্যবিবাহ ও মাদকবিরোধী র‍্যালি
সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে দেয়া ১২ বাংলাদেশী আটক
আমতলীতে ভিজিডির পাঁচ মাসের চাল পেলেন একদিনে ভাতাভোগীরা
চট্টগ্রাম জেলা প্রেসক্লাব’র ২০২৫-২৬ সেশনে কমিটি গঠিত
কালিগঞ্জের বিষ্ণুপুর বিএনপির নবায়নকৃত সদস্য ফরম বিতরণ
চট্টগ্রাম প্রবাসী ক্লাব ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন
কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
তানোরে খন্ডে খন্ডে বিভক্ত বিএনপি, ঐক্যবদ্ধ জামায়াত, কমর্কান্ড নেই অন্যদল গুলোর
সাংবাদিক মুন্নি সাহা ও স্বার্থ সংশ্লিষ্টদের ১৮ কোটি টাকা জব্দ
পলাশবাড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যু
বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
এনবিআরে নিরাপত্তা জোরদার,পুলিশ-বিজিবি-সেনা মোতায়েন
মোরেলগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে ২ আ’লীগ নেতা আটক

নুরের বক্তব্যে পুলিশকে হুমকি ফৌজদারি অপরাধ মনে করছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

গত ২২ মে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের এক বক্তব্যে পুলিশের বিরুদ্ধে হুমকিকে ফৌজদারি অপরাধ বলে মনে করছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।

শনিবার (২৪ মে) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২২ মে এক গণজমায়েতে নুরুল হক নুর বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখব না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতা-কর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে।’

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই বাহিনী সর্বদা পেশাদারির সঙ্গে কাজ করে যাচ্ছে। ভিপি নুরের বক্তব্যকে তারা সরাসরি পুলিশের প্রতি হুমকি হিসেবে দেখছে, যা এক ধরনের ফৌজদারি অপরাধ বলে মনে করছে অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক নেতাদের কাছ থেকে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য নয়, বরং গঠনমূলক সমালোচনাই কাম্য। সংগঠনটি মনে করে, এই বক্তব্যের মাধ্যমে বাহিনীর মনোবল ভাঙার অপচেষ্টা চালানো হয়েছে, যা একটি মহলের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই করা হয়েছে।

রাষ্ট্রের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ পুলিশের নিরলস ভূমিকা তুলে ধরে অ্যাসোসিয়েশন জানায়, ৫ আগস্টের পরবর্তী সময় থেকে বাহিনী দিনরাত পরিশ্রম করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জন করেছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের ‘অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং গণতান্ত্রিক বাংলাদেশে এমন বক্তব্য সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ