রাজধানীর গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় থেকে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরক আইনের ২০ টি মামলা হয়েছে।
শুক্রবার রাত ১০ টা ৫০ মিনিটের দিকে র্যাব-১০ এর সদস্যরা তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নটির সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে ঢাকার শাহবাগ থানাধীন গোলাপ শাহ মাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে র্যাব-১০ এর সদস্যরা। এতে হত্যা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামী বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে (৪৬) গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, বগুড়া সদর থানাতেই তার বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে