ঢাকা, শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি
নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আ’লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার
নলছিটিতে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ, এলাকায় উত্তেজনা
বরগুনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কলাপাড়ায় শ্রমিকদলের নেতাকে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড
জীবননগরে পৌর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
সচেতন শিশুরাই পারবে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে: চসিক মেয়র ডা.শাহাদাত
ঝিনাইগাতীতে বন্যহাতীর আক্রমণে নিহত পরিবারের পাশে বিএনপি নেতা এ্যাডঃ এরশাদ আলম জর্জ
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় দোকানে তালা,অতঃপর গভীর রাতে দোকানে চুরির নাটক
অর্থ আত্নসাতের অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মাউসির কারণ দর্শানোর নোটিশ
আত্রাইয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আ’লীগের ২ নেতা গ্রেফতার
লোভনীয় বিজ্ঞাপনে ঔষধসহ নকল পণ্য বিক্রি:বিপুল নকল পণ্যসহ প্রতারক গ্রেফতার
তানোরে কয়েকদিনের বৃষ্টিতে যৌবনে ফিরছে বিলকুমারী, জেলেদের মুখে খুশির ঝিলিক

জীবননগরে পৌর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :গতকাল শুক্রবার (২৩ মে) দুপুর ২ ঘটিকায় উৎসবমুখর পরিবেশে জীবননগর স্টেডিয়াম মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান কবির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সহ-সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, সহ-সভাপতি শহীদুল ইসলাম, সাবেক সহ সভাপতি আব্দুর রশিদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নুরুল্লাহ ফয়সাল, কোষাধ্যক্ষ মামুন পারভেজ সহ পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির বলেন,জাতীয় মানের খেলোয়াড় তৈরি করতে গ্রামে গ্রামে আরও বেশি করে খেলার আয়োজন করা দরকার। খেলাধুলার মধ্যে দিয়ে দল-মত নির্বিশেষে সকলের মধ্যে এক সম্প্রীতি তৈরি হয়। বিশেষ করে নিয়মিত খেলাধুলা করলে একদিকে যুব সমাজ যেমন মাদক থেকে দূরে থাকবে অপরদিকে ভালো খেলোয়ার তৈরীর ক্ষেত্রে ভূমিকা রাখবে। ভবিষ্যতে জীবননগরে আরো বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।ফাইনাল খেলাটি জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৮ নম্বর ওয়ার্ড ১৫ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ৯৪ রান করতে সক্ষম হয়। এরপর ৪ নম্বর ওয়ার্ড ৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৩ ওভারে ৪ উইকেট এর বিনিময়ে লক্ষ্যে পৌঁছে যায় এবং ছয় উইকেটে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।পরে উপস্থিত অতিথিবৃন্দরা বিজয়ী চ্যাম্পিয়ান দলের মাঝে প্রথম পুরস্কার হিসাবে একটি বড় খাসি ছাগল ও ট্রফি এবং রানার্সআপ দলের জন্য দ্বিতীয় পুরস্কার হিসাবে একটি ছোট খাসি ছাগল ও ট্রফি তুলে দেন। এছাড়াও ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ৪ নং ওয়ার্ডের জুয়েল রানা এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয় ৮ নং ওয়ার্ডের আফ্রিদি।

শেয়ার করুনঃ