আত্রাই (নওগাঁ) সংবাদাতা: নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফকার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,শুকবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভর-তেতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিপন প্রামানিক (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিপন ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। একই সময় একই গ্রামের আফজাল খানের ছেলে মানিক খান (৪২)কেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মানিক খান ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি আরো জানান গ্রেফতারকৃতরা আত্রাই থানায় দায়েরকৃত নাশকতা মামলার তদন্ত প্রাপ্ত আসামী। তাদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।