
ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে নকল ওষুধ ও স্বাস্থ্য সাপ্লিমেন্ট বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ নকল পণ্যও উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- মো.রাজু মিয়া (২৩)।
ডিবি-মতিঝিল বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কাফরুল থানা এলাকায় ফেসবুক পেইজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ‘ডায়াকোর্স’ নামে নকল ঔষধ তৈরি ও বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে পূর্ব শেওড়াপাড়ার আলহামদুলিল্লাহ হাউজে অভিযান চালিয়ে রাজু মিয়াকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য চার লাখ ১০ হাজার টাকা।
তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে ডিএমপির গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে, ১১৩ প্যাকেট নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ৯৫ প্যাকেট নকল ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি প্লাস্টিকের কৌটায় নকল ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ২০টি নকল ‘ডায়াকোর্স’ ঔষধ, ২৫টি খালি প্লাস্টিকের কৌটা (‘ডায়াকোর্স’ লেখা), ৪০টি ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ , ৪০টি ‘ডায়াকোর্স’ লেবেল, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়।
ডিআই/এসকে