
মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃতি সন্তান সাইদুল হক সাইদকে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটিতে উপদেষ্টা মনোনীত করায় নবীনগর উপজেলা বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। এ উপলক্ষে শক্রবার (২৩ মে) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।আনন্দ মিছিলটি নবীনগর মহিলা ডিগ্রী কলেজ থেকে শুরু করে নবীনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলিয়াবাদ গোল চত্বরে গিয়ে শেষ করেন৷এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আবুল বাসার, উপজেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও লাউরফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ কাহার, পৌর বিএনপির সহ সভাপতি মোবারক হোসেন,সহ-সভাপতি মহিউদ্দিন ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ বাছির, প্রচার সম্পাদক গোলাম হোসেন মাস্টার, বড়াইল ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোজাম্মেল হক মাস্টার, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান মুন্সি, পৌর যুবদলের সভাপতি প্রার্থী সোহেল খাঁনসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।