
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিনা উৎসব। শুক্রবার সকাল দশটায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়। উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইন উপাসক-উপাসিকারা ওই বিহারে এসে পঞ্চশীল গ্রহন করেন। পরে পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথের মহোদয়কে গুরুদক্ষিনা প্রদান শেষে আর্শিবাদ গ্রহন করেন। এসময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন। এছাড়া দিনভর আহার প্রদকন ও ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনে এ উৎসবটি উদযাপন করবে রাখাইন সম্প্রদায়।প্রতিবছর বর্ষাবাসের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি উদযাপন করে আসছে তারা।উৎসবে আসা কলাপাড়া উপজেলা একাউন্স অফিসার মংখেলা বলেন, সকালে এসে এখানে পঞ্চশীল গ্রহণ করেছি। পরে গুরুদক্ষিনা প্রদান শেষে আর্শিবাদ গ্রহন করেছি। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভিক্ষু বলেন, দূর দুরান্ত থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষজন এখানে মিলিত হয়েছে। পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেছেন। দিনভর আহার প্রদকন ও ধর্মীয় আলোচনা সহ নানা আয়োজনে এ উৎসবটি উদযাপন হচ্ছে।