
নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিববদক:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ডাকাতিয়া নদীর ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে রায়পুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ডাকাতিয়া নদীর উপর নির্মিত বাঁশের বাঁধ , মাছ ধরার জাল ও অন্যান্য অবৈধ কাঠামো কেটে ফেলা হয়। পরে এসব অপসারিত বস্তু আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে রায়পুর উপজেলা প্রশাসনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, শহরের বিভিন্ন স্থানে পানি চলাচলের পথে বাঁধ সৃষ্টি করে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করা হতো, এতে করে জলাবদ্ধতা দেখা দিচ্ছিল, জনভোগান্তিও বাড়ছিল। আজকের অভিযান এরই প্রতিকার হিসেবে চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পৌর এলাকার বাসিন্দা জুয়েল বলেন, দীর্ঘদিন ধরে আমরা জলাবদ্ধতার ভোগান্তিতে ছিলাম। আজকের অভিযানে আমরা খুশি। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পানি চলাচলের পথ পরিষ্কার রাখতে অবৈধ স্থাপনার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।