ঢাকা, শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা ও ফসলি জমি
নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আ’লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার
নলছিটিতে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ, এলাকায় উত্তেজনা
বরগুনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
কলাপাড়ায় শ্রমিকদলের নেতাকে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড
জীবননগরে পৌর ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত
সচেতন শিশুরাই পারবে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে: চসিক মেয়র ডা.শাহাদাত
ঝিনাইগাতীতে বন্যহাতীর আক্রমণে নিহত পরিবারের পাশে বিএনপি নেতা এ্যাডঃ এরশাদ আলম জর্জ
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় দোকানে তালা,অতঃপর গভীর রাতে দোকানে চুরির নাটক
অর্থ আত্নসাতের অভিযোগে ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে মাউসির কারণ দর্শানোর নোটিশ
আত্রাইয়ে নাশকতা মামলায় ইউনিয়ন আ’লীগের ২ নেতা গ্রেফতার
লোভনীয় বিজ্ঞাপনে ঔষধসহ নকল পণ্য বিক্রি:বিপুল নকল পণ্যসহ প্রতারক গ্রেফতার
তানোরে কয়েকদিনের বৃষ্টিতে যৌবনে ফিরছে বিলকুমারী, জেলেদের মুখে খুশির ঝিলিক

হাতুড়ি দিয়ে পিটিয়ে চালক হত্যা: সিএনজি ছিনতাই,গ্রেফতার ৫

রাজধানীর পল্লবী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ন (র‍্যাব-৪)।

শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর মিরপুর-১ এর র‍্যাব-৪ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটেলিয়নটির অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুব আলম।

গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার ও লুষ্ঠিত সিএনজি উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো-মো. সৌরভ সরকার (২০), মো. ইয়াছিন মিয়া (২০), ব্রাহ্মণবাড়ীয়া, মো.মুসা (২৫), মো.দুলাল মিয়া (৩২) ও মো.শাহজালাল (২৬)।

অধিনায়ক লে. কর্ণেল মাহবুব বলেন, গত (১৬ মে) রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ৪ নং গেইট সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়। এই তথ্য র‍্যাব-৪ এর আভিযানিক দল জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি যে অজ্ঞাত লাশটি আব্দুল অজিদ ওরফে বাচ্চুর। যিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

তদন্তের তথ্য জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় র‍্যাব-৪ এর আভিযানিক দল হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে আমরা ঢাকা, ব্রাহ্মণবাড়ীয়া এবং কুমিল্লায় আসামীদের অবস্থান সনাক্ত করি। পরবর্তীতে র‍্যাব-৪, র‍্যাব-৯ এবং র‍্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর যৌথ আভিযানিক দল গতকাল (২২ মে) বিকেলে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এ হত্যাকান্ড ও সিএনজি ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার ও লুষ্ঠিত সিএনজি উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সাথে ৬-৭ জন জড়িত ছিল। ঘটনার পরিকল্পনা থেকে শুরু করে ছিনতাই পর্যন্ত এই ৬-৭ জনকে শনাক্ত করতে পেরেছি। এই ঘটনা মূলত পরিকল্পনা করা হয় ব্রাহ্মণবাড়ীয়ায়।

মুসা, সৌরভ এবং ইয়াছিন পরপষ্পর বন্ধু এবং তারা ছোট খাটো চুরি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল। সেখানে তারা পরিকল্পনা করে একটি সিএনজি ছিনতাইয়ের, যা করতে পারলে তাদের ভাল টাকা পয়সা আসবে। এ ধরনের ছিনতাই ঢাকায় করা সহজ বলে তারা ঢাকায় একটি সিএনজি ছিনতাইয়ের পরিকল্পনা করে।

তিনি বলেন, পরিকল্পানা মোতাবেক গত (১৫ মে) সন্ধ্যায় সৌরভ এবং ইয়াছিন আগারগাঁয়ে মিলিত হয়। তারা মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে একটি উপযুক্ত টার্গেট খোঁজার চেষ্টা করে। আনুমানিক রাত তিনটার দিকে সৌরভ শ্যামলী ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে আব্দুল অজিদহে বাচ্চুর সিএনজিটি ভাড়া করে। সিএনজিটি নিয়ে ৬০ ফিট পানির ট্যাংকির সামনে পূর্ব থেকে অপেক্ষমান ইয়াছিনকে নিতে আসে। পরিকল্পনা মোতাবেক তারা সিএনজি ড্রাইভারকে সিএনজিটি ঘুরাতে বলে। সিএনজি ড্রাইভার সিএনজি থেকে নেমে সিএনজি ঘুরাতে গেলে তারা অকস্মাৎ মাথার পিছনে থেকে আঘাত করে এবং মুসার পরামর্শে মৃত্যু নিশ্চিত করে। তারা বেশ কয়েকটি জায়গায় লাশ ফেলানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এর ৪ নম্বর অবকাশ ক্যান্টিনের দক্ষিণপার্শ্বে সিরামিক প্রাচীরের পাশে ফেলে সাভারে পালিয়ে যায়।

সেখানে তারা সিএনজিটি পরিষ্কার করে সন্ধ্যার দিকে তিনজনে মিলে ব্রাহ্মণবাড়ীয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পূর্বাচল পার হওয়ার পরে চোরাই সিএনজি বেচাকেনা চক্রের দলনেতা আল আমিনের সহযোগী শাহজালাল ও দুলাল এসে সিএনজিটিতে উঠে এবং সবাই মিলে ব্রাহ্মণবাড়ীয়ায় চলে যায়। পরদিন আল আমিন এসে শাহজালাল ও দুলালের সহায়তায় পঁয়তাল্লিশ হাজার টাকায় সিএনজিটি ক্রয় করে কুমিল্লার দেবিদ্বারে নিয়ে যায়। সেখানে সে গাড়িটির রং ও কভার পরিবর্তন করার জন্য একটি ওয়ার্কশপে দেয়। সেখান থেকে গতকাল বিকেলে র‍্যাব সদর দপ্তর, ইন্ট উইং এবং র‍্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল উক্ত সিএনজিটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সবাই মাদকাসক্ত। মূলত মাদক ও জুয়ার টাকা জোগাতে তারা এই ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তবে তাদের পরিকল্পনা ছিল সিএনজি ছিনতাই, হত্যাকাণ্ডের টার্গেট ছিলনা। কিন্তু ছিনতাইয়ের সময় প্রথম আঘাত বেশি আক্রান্ত করে ভিকটিমকে। যার কারণে ভুক্তভোগী মারা যায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীনসহ অন্য আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান র‍্যাব-৪ এর অধিনায়ক।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ