
ডেস্ক রিপোর্ট : নতুন আঙ্গিকে বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে শো-রুমের শুভ উদ্বোধন করল আরজে ইলেকট্রনিক্স।
বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিভিন্ন ব্রান্ডের পন্য নিয়ে নতুন আঙ্গিকে “আরজে ইলেকট্রনিক্স – মডার্ন মোড়, ঘাসিপাড়া দিনাজপুরে” এই শোরুমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করল।
আরজে ইলেকট্রনিক্স শোরুমে পাওয়া যাবে সেরা মানের সেরা পণ্য ও অফিসিয়াল পণ্য, নির্ভরযোগ্য পণ্য সেবার নিশ্চয়তা নিয়ে ভিশন, নোভা, জেভিসিকো, ওয়ালটন সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্যান্ডের সমাহার। উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরো অনেক চমক।
এখানে আসলেই ক্রেতারা এক্সপেরিয়েন্স করতে পারবেন ভিশনের আধুনিক প্রযুক্তির “রেফ্রিজারেটর ” পাশাপাশি থাকছে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই আরজে স্টোরে।
অস্ট্রেলিয়া প্রবাসী রাসেল ইকবালের মা ও রাসেলের বন্ধু প্রকৌশলী মোঃ রশিদুলের ইসলামের মা যৌথভাবে “আরজে ইলেকট্রনিক্সে” শোরুমের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মানিত ক্রেতা এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।