
দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বহষ্পতিবার বেলা ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্পারেশনের (বিআইডব্লিউটিএ) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রফুল্ল চৌহান বলেন, নাব্যসংকটের কারণে এতােদিন ফেরি চলাচল বন্ধ ছিলাে। নদের পানি বদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার দুপুর ফেরি কুঞ্জলতা ৩টি পরিবহন ও যাত্রী নিয়ে রৌমারী ঘাটের উদ্দ্যেশে ছেড়ে যায়। এরমধ্যে দিয়ে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে ট্রেয়াল হিসেবে বুধবার বিকেলে রৌমারী ঘাট থেকে ফেরি কুঞ্জলতা ছেড়ে চিলমারী নৌ বন্দরে পৌঁছায়।
এদিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা সস্তোষ প্রকাশ করেছেন। ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রীরাই নয়, ভাগান্তিতে পড়েছিল রংপুর, লালমনিরহাট, নীলফামারীর পণ্য পরিবহনকারীরাও।
কুড়িগ্রাম থেকে আসা ট্রাকচালক সানােয়ার হোসেন বলেন ‘ফেরি চালু হওয়ার অনেক স্বস্তি লাগছে। ফেরি পথে যত সময় ও অর্থ দুটােই সাশ্রয় হয়।
গত বছরের ২৩ ডিসেম্বরে এই নৌপথে নাব্যতা সংকট দেখিয়ে ফেরি চলাচল বন্ধ করা হয়। ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকট কাটাতে ড্রজিং করেও কােন সুফল মিলছিলাে না, তাই খননে কাজ বন্ধ রেখছিল বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর ড্রেজিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ব্রহ্মপুত্র নদের গতিপথ প্রতিনিয়ত বদলায়। ড্রেজিং করার পরদিনই ফের উজানের পানির তরে পুড়ে উঠে। তাই ড্রেজিং বন্ধ রাখা হয়েছিল। নদে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।