ঢাকা, বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেলেন – গাজী মাহবুবুর রহমান
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার আরও ১৫১৫
দিনাজপুরে ইলেকট্রনিক্স পন্যের শো-রুম উদ্বোধন করলো আরজে ইলেকট্রনিক্স
তানোরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা
প্রকল্পের ছবি ফেসবুকে দিয়ে চেয়ারম্যানকে ভাইরাল-এলাকাবাসির প্রতিবাদ সমাবেশ
হোমনায় ৩ কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি অবৈধ দখল উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল
জয়পুরহাটে নারী জাগরণ মঞ্চের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন
৫ মাস পর চিলমারী-রৌমারী ফেরি চলাচল শুরু
নওগাঁর রাণীনগরে আ’লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ
শ্যামনগরে নারী কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ শেষে বীজ ও জৈব সার বিতরণ
কালীগঞ্জে ফেসবুকে ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ
পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতের পুশ-ইন, ১৩ শিশুসহ আটক ২১
নড়াইলের পিরোলীতে বিধবার জমি জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ

শ্যামনগরে নারী কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ শেষে বীজ ও জৈব সার বিতরণ

সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।

১৯ মে ২০২৫ ইং সকাল ৯ টায় শুরু হওয়া ২টি ব্যাজের প্রশিক্ষণ আজ ২২ মে ২০২৫ ইং তারিখ বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নারী কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ শেষে সবজি বীজ ও জৈব সার বিতরণ করা হয়েছে।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন এনগেজ-প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী। প্রশিক্ষণটিতে প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, প্রশিক্ষণটিতে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোঃ জামাল হোসেন, প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিসিআরসি প্রকল্পের বনবিবি তলা টেকনোলজিক্যাল লার্নিং সেন্টার পার্কের কৃষক কৃষ্ণেন্দু রায়, এনগেজ প্রকল্পে নারী সদস্যরা ও এনগেজ প্রকল্পের কর্মীবৃন্দ প্রমূখ।

শিক্ষণটির প্রধান অতিথি পোকার জীবনকাল, বেড পদ্ধতিতে সবজি চাষ, কোন মৌসুমে কোন সবজি ভালো হয় এবং কৃষি বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষক মোঃ জামাল হোসেন পারিবারিক পুষ্টি এবং পারিবারিক ভাবে সবজি চাষ, জৈব কীটনাশক তৈরি এবং কৃষি বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

চার দিনের মধ্যে দু’দিন প্রশিক্ষণার্থীদের কৃষ্ণেন্দু রায়ের টেকনোলজিক্যাল লার্নিং সেন্টার পার্কে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এমন হাতে কলমে ও বাস্তবধর্মী প্রশিক্ষণ পেয়ে সাবিনা খাতুন বলেন, আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি কিন্তু খামার বাড়িতে এসে প্রশিক্ষণ প্রথম পেলাম। অল্প জায়গায় কিভাবে অধিক সবজি উৎপাদন করা যায়, নদী ভাঙ্গন এলাকায় কিভাবে সবজি চাষ করা যায়, ঘেরের রাস্তায় কিভাবে বর্ষাকালে তরমুজ লাগানো যায় সে সম্পর্কে জানতে পারলাম। এমন বাস্তব ধর্মী প্রশিক্ষণ দেওয়ার জন্য সিসিডিবি এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

প্রশিক্ষণটির শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীকে প্রত্যেককে ১০ কেজি জৈব সার ও ৫ প্রকার সবজির বীজ প্রদান করা হয়।

শেয়ার করুনঃ