
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগে চুড়ান্ত বিল স্থগিত করেছেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। উপজেলার গংগানন্দপুর-শিমুলিয়া সীমান্তে অবস্থিত খালের ওপর সদ্য নির্মিত একটি কালভার্ট ও সংযোগ সড়কের কাজ পরিদর্শনে গিয়ে বিল স্থগিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালি সরকার। পরিদর্শনকালে ইউএনও কাজের গুণগত মান সন্তোষজনক না পাওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের চূড়ান্ত বিল স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। নির্মাণে কাজের মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। ইউএনও ভুপালি সরকার জানান, যথাযথ মান নিশ্চিত না হওয়া পর্যন্ত বিল পরিশোধ করা হবে না।