
বাংলাদেশ জেল নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তে পা রাখল। সম্প্রতি কারা অধিদপ্তর এবং Mover Soler & Renewable Energy Ltd. এর মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে জেলখানায় সৌর বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২২ মে ) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তি অনুযায়ী, কারাগারসমূহের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিতরণ গ্রীডের সাথে সংযুক্ত করা হবে। OPEX Model-এ পরিচালিত এই প্রকল্পে ‘নেট মিটারিং’ পদ্ধতির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে জেলের নিজস্ব চাহিদা পূরণ করবে এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
প্রথম ধাপে, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ-এ এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হচ্ছে। সফলভাবে এই ধাপ শেষ হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও একই মডেলে সৌর বিদ্যুৎ সংযুক্ত করা হবে।
কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পে বাংলাদেশ জেল বা সরকারের কোনো আর্থিক ব্যয় হবে না। সম্পূর্ণ বিনিয়োগটি Mover Soler & Renewable Energy Ltd. বৈদেশিক মুদ্রায় করবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু বিদ্যুৎ বিল সাশ্রয়ই নয়, সরকারের রাজস্ব আয় ও জাতীয় জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে বাংলাদেশ জেল গর্বিত ভূমিকা রাখছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিআই/এসক