মোঃ নাজিম সরদার খুলনা সদর সংবাদদাতা: খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ১০ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারি গ্রেফতার করেছে ।
পুলিশ সূত্রে জানা যায় গত ২১ মে ২০২৫ তারিখ বিশেষ অভিযান রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় তল্লাশী চালিয়ে মাদক কারবারি আলেয়া (৬০), স্বামী-মৃত মজিবর মোল্যা, সাং-০১ নং আইচগাতি, থানা-রূপসা, রুহুল আমিন(৩০), পিতা-মোঃ মোকবুল হোসেন, সাং-০১ নং আইচগাতি, থানা-রূপসা, এবং আনোয়ার হোসেন সোহাগ (৩৫), পিতা-মৃত: আমজাদ হোসেন, সাং-০১ নং ইসলামপুর ক্রসলেন, দোলখোলা, থানা-খুলনা সদর।
খুলনাদেরকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ১০ কেজি গাঁজা মাদক কেনাবেচা করার ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।