শরীয়তপুরে নড়িয়া থানায় ১৯ বছরের বালক মো. ফাহিম জমাদারের অভিযোগে করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন 'মব জাস্টিস' এর সাথে যুক্ত থাকা আলোচিত মামলার আসামী আপন দুই ভাই জাকির হোসেন মুন্সী ও ফয়জুল হাসান বাদল মুন্সী। ফাহিম জমাদারকে আয়নাঘর খ্যাত স্থানীয় বাদল মুন্সীর ক্লাবে আটকে রেখে টানা চার ঘণ্টা ধরে লোহার রড, এসএস পাইপ, জি.আই তার ও লাঠি দিয়ে মারধর করা হয়।জাকির হোসেন মুন্সী হচ্ছে ঢাকা শহরের পুরাতন শীর্ষ সন্ত্রাসী । তার ভয়ে এলাকার কেউ কখন ও মুখ খুলতে চায় না। আওয়ামী শাসন আমলে দীর্ঘদিন এলাকায় চেয়ারম্যান থাকায় অনেক মানুষের উপর এমন পাশবিক নির্যাতন চালিয়েছে সে ।
বুধবার (২১ মে) দুপুর সোয়া ১২টায় আদালতে হাজির হন জাকির হোসেন মুন্সী ও তার বড় ভাই ফয়জুল হাসান বাদল মুন্সী ।
এদিন শরীয়তপুরের জজ আদালত মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল । পরে দুপুর পৌনে ১টার দিকে আদালত ছেড়ে চলে যান জাকির হোসেন মুন্সী।আওয়ামী লীগের দোসর জাকির হোসেন মুন্সীর বিরুদ্ধে ঢাকাতে ও ছাত্র হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে ।
এ মামলার অপর দুই আসামি হলেন-জাকির মুন্সীর বড় ভাই ফজলুল হাসান বাদল মুন্সি, বাদল মুন্সীর ছেলে ইয়াবা ব্যবসায়ী ও নওপাড়া ইউনিয়নের কিশোর গ্যাং লিডার' রাকেশ মুন্সি, জাকির মুন্সীর ভাতিজা ছাব্বির মুন্সি ও দাদন সরদারের ছেলে সারোয়ার সরদার।