
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ মুশফিকুর রহমান মেহেদী কে সভাপতি করে ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১৯ মে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম এর স্বাক্ষরিত পেডে ৩৪ সদস্য বিশিষ্ট রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া। এতে মুশফিকুর রহমান মেহেদী কে সভাপতি করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মুশফিকুর রহমান মেহেদী বলেন, শহিদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছোট থেকেই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছি। দুর্দিনে ফ্যাসিস্ট সরকারের সকল অন্যায়, অত্যাচার, জুলুম সহ্য করে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে লড়াই করে গেছি। রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হতে পেরে আমি ধন্য। আমাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদানের জন্য সকল কে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার মেধা ও কাজ কর্মের মাধ্যমে এ কলেজের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। শিক্ষার্থীদের পাশে থেকে সর্বদা তাদের পড়াশোনার মানোন্নয়নে কাজ করতে চাই।
পারিবারিক ভাবে মুশফিকুর রহমান মেহেদী দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। তার বাবা মোঃ জামাল উদ্দিন সরকার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়াও তার চাচা জালাল উদ্দিন সরকার হোমনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
তার চাচা জালাল উদ্দিন সরকার বলেন, আমার ভাতিজা মেহেদী সরকার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। সে দলের দুঃসময়ে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে সর্বদা কাজ গেছে। যেকোন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকে লড়াই করে গেছে। সে তার মেধার মাধ্যমে রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের উন্নয়নে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাকে সকল ধরনের সহযোগিতা আমরা করে যাবো।