মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি ইউনিয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে“শিশুশ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবেশবান্ধব গ্রাম গঠন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বুধবার মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা-রামপাল উপজেলার ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মোঃ সেলিম রেজা, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার এবং স্টিফেন স্বপন হালদার।
কর্মশালায় অংশ নেন মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এইচ এম মইনুল ইসলাম,সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম,উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শিবসজল যীশু ঢালী, , বিডিসি সভাপতি জাকির হোসেন বাচ্চু,শিশু প্রতিনিধি মোঃ নাইম ইসলাম, যুব প্রতিনিধি মোঃ সিয়াম শেখ, শিশু ফোরামের সভাপতি ছোয়া আলম, বিডিসি সদস্য জান্নাতুননেছা পপি এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার স্থানীয় সুধী সমাজ।
এসময় কর্মশালায় বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহ দেশের গ্রামীণ সমাজে এখনও একটি বড় সামাজিক সমস্যা।এ সমস্যা প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত চেষ্টা , সচেতনতা বৃদ্ধিসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম। একই সঙ্গে পরিবেশবান্ধব গ্রাম গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব বলে মত দেন।
শিশু ফোরামের সভাপতি ছোয়া আলম কর্মশালায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিশুদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা বলেন।যুব প্রতিনিধি সিয়াম শেখ স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহার করে নারীদের জন্য পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন তৈরির উদ্যোগের কথা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, সচেতনতা তৈরির পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিশুশ্রম, বাল্যবিবাহ রোধ এবং পরিবেশবান্ধব উদ্যোগে তারা কাজ করে যাচ্ছেন দীর্ঘ বছর ধরে । শিশুদের শিক্ষা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।