
সাইদ সাজু, তানোর থেকে ঃ রাজশাহীর তানোরে প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বুধবার সকাল ১১টায় তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে তানোর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
তানোর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সমাজ সেবা সহকারী পরিচালক (কার্যক্রম) বায়েজিদ হোসেন ওয়ারেছী, মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ জেলা (রেজি) সমাজ সেবা অফিসার ফিরোজ কবীর।
এসময় বিভিন্ন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। সংশ্লিষ্ট সুত্রে খোঁজ নিয়ে জানা গেছে, প্রাসদন্তিক জনগোষ্ঠীর বিভিন্ন পেশায় নিয়যিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন লক্ষে উক্ত প্রকল্পের ২য় ফেইজের কার্যক্রম নিয়ে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।