
পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
বুধবার (২১ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য ১৮ মে তারিখে মুঠোফোনে ফোন করে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার আইনি বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আর ডিএনসিসির অফিসে তালা লাগানোর হুমকি দেন।
এরই প্রেক্ষিতে বুধবার বিকাল ৩ টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এতে ডিএনসিসির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এতে দাবি করা হয়েছে, ১৮মে দুপুর একটা ৩৬ মিনিটে ফোন করে ১ মিনিট ৩৫ সেকেন্ড কথা বলেছেন নুরুল হক নুর। এর আগের দিন ১৭মে দুপুর ১টা ১৬ মিনিটে ২১ সেকেন্ড ও ২টা ২৪ মিনিটে ২৪ সেকেন্ড কথা বলেছেন। এর আগে একদিন সন্ধ্যা ৭টা ২২ মিনিটে কল করে ওই কর্মকর্তার সঙ্গে ৫৭ সেকেন্ড কথা বলেছেন। গত ১৭ মে বিকেল ৩টা ৩৯ মিনিটে মেসেজে লিখেছেন, ‘1.1099513-Zone:10 14 core- 22May 2025, 2.1099514-zone:10 16 core-22 May2025, 3.1104076-Zone:4 14core- 28 may 2025, 4.1104078-zone:4 11core-28 May 2025 এখান থেকে ১ টা দিতে বলেন, ধন্যবাদ।’
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা ডিএনসিসি প্রশাসক এজাজকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় নেতা উল্লেখ করে তাকে অপসারণ ও গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বিকাল ৩টার দিকে কয়েকশত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ করেন। পরে সমাবেশ থেকে সরকারকে প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেফতার করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
ডিআই/এসকে