
ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজস্থলী উপজেলা শাখার ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় ঢাবি প্রশাসনকে দায় স্বীকার করে পদত্যাগের দাবি জানায় ছাত্রদল নেতারা।
বুধবার(২১মে)দুপুর ১টার দিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজ গেইটের সামনে থেকে শুরু হয়।মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মামুন,উপজেলা বিএনপির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে,সাবেক ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ রুবেল সহ বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘বিচারের নামে টালবাহানা বন্ধ কর’, ‘দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ মামুন বলেন, ‘ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের ছাত্র রাজনীতির জন্য কলঙ্ক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি দেশের সব শিক্ষাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। উপজেলা বিএনপির সদস্য জিকু কুমার দে বলেন, ‘সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় স্বীকার করে পদত্যাগের দাবি জানাই। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপদ পদচারণ নিশ্চিত করতে হবে।