
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ মুশফিকুর রহমান মেহেদী কে সভাপতি ও বাদশা ফাহাদ ইমন কে সাধারন সম্পাদক এবং মোঃ শামিম সরকার কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটির অনুমোদন করা হয়।
গত ১৯ মে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত পেডে ৩৪ সদস্য বিশিষ্ট রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
এছাড়াও কমিটিতে সহ সভাপতি হিসেবে আছেন, মোঃ জাকারিয়া ইসলাম, রাশেদ খান, আবু সাঈদ, মোঃ বরকত উল্লাহ সরকার, ওমর মিয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন, রহমত উল্লাহ, মোঃ সিনহা, আশরাফুল ইসলাম ইমন, মোঃ মেহেদী ইসলাম মিরাজ, রিয়াজ উদ্দিন শুভ, আল আমিন পাপ্পু, নিহান সরকার।
সহ সাংগঠনিক পদে আছেন, মোঃ শ্রাবণ, সজিব মিয়া, মোঃ সিয়াম।
কমিটির দপ্তর সম্পাদক দূর্জয় সূত্রধর, প্রচার সম্পাদক মোঃ রিমন মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম রিফাত, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ কালাম।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিফাত আলম, মোঃ শামীম, তন্ময় ঘোষ, মোঃ শাওন খান, নাবিল সরকার, সাখাওয়াত হোসেন, সারওয়ার মমিন রাফী, জাহিদুল ইসলাম, নিয়াজ মাহমুদ, সাবিকুল হাসান ধ্রুব, মোঃ সোহেল।
নবগঠিত কমিটির সভাপতি মুশফিকুর রহমান মেহেদী বলেন, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হতে পেরে আমি ধন্য। আমাকে এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদানের জন্য সকল কে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার মেধা ও কাজ কর্মের মাধ্যমে এ কলেজের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। শিক্ষার্থীদের পাশে থেকে সর্বদা তাদের পড়াশোনার মানোন্নয়নে কাজ করতে চাই।