
কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৪ টায় উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আনন্দ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শহীদ মিনার চত্বরে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবু আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, মহসিন আলী, পৌর বিএনপির আহবায়ক নুর মুহাম্মদ ও সদস্য সচিব সহঃ অধ্যাপক সোলায়মান আলী সরকার প্রমুখ। আনন্দ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উলিপুর উপজেলা বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও পৌর বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।