
মাদারীপুৃর জেলার কালকিনি থানা এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত যুবক আজিজুল শিকদারে হত্যা মামলার আসামি মো. ইসমাইল সরকার (৩৫)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব ৩।
বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর লালবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। সহকারি পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর লালবাগ এলাকা হতে চাঞ্চল্যকর মাদারীপুর জেলার কালকিনি থানাধীন এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত আজিজুল শিকদারের হত্যা মামলার আসামি মো. ইসমাইল সরকারকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায় যে, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৫ টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানার চর দৌলতখান এলাকায় ভিকটিম আজিজুল শিকদারকে চোর আখ্যা দিয়ে মারপিট করে গুরুতর জখম করে। খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় ভিকটিমের ভাই সুজন শিকদার বাদী হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামি স্থান পরিবর্তন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে থেকে জীবন যাপন করে আসছিল। পরে রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে।
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে