
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা মোড়ে অবস্থিত সূর্যের আলো বিদ্যানিকেতনে গত বুধবার (২১ মে) সূর্যের আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় এবং প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন কো-অপারেটিভের সভাপতি নিজাম উদ্দিন এবং সঞ্চালনা করেন আসাদুজ্জামান আনিস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুদ্দিন আহমেদ সবুজ, ডিরেক্টর, কালব (বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির হোসেন, উপজেলা সমবায় অফিসার, নালিতাবাড়ী এবং মোঃ সোলাইমান হোসেন, জেলা ব্যবস্থাপক, দি কো-অপারেটিভ ক্রেডিট অব বাংলাদেশ লিমিটেড।
প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুল জুশেল, উপদেষ্টা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য।
অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা সমবায় অফিসের কর্মকর্তা কামরুল ইসলাম, মোঃ আজিজুল ইসলাম, ইলিয়াস, আনিসুর রহমান আনিসসহ কো-অপারেটিভের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা সমবায় ভিত্তিক আর্থিক উন্নয়ন, সদস্যদের স্বনির্ভরতা, সচ্ছলতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে স্বশাসিত সমবায় সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলে।
আলোচনার শেষে সদস্যদের মতামত গ্রহণ করা হয় এবং আগামীর কর্মপরিকল্পনা ও উন্নয়ন উদ্যোগ নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল লটারি ড্র এবং অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন। সার্বিক আয়োজনের মধ্য দিয়ে একটি সফল ও প্রাণবন্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সূর্যের আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড দীর্ঘদিন ধরে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা, সদস্য সেবা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।